ঢাকা: কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগের মধ্যেই রাখার পক্ষে মত দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
ঢাকা বিভাগকে ভেঙে ময়মনসিংহকে বিভাগ করার কাজ শুরুর নির্দেশ দিয়েছে সোমবারের মন্ত্রিসভা।
বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানান, ময়মনসিংহকে বিভাগ করা নিয়ে কথা উঠলে সৈয়দ আশরাফুল ইসলাম এবং মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জকে ঢাকা বিভাগের মধ্যেই রাখার পক্ষে মত দেন।
স্থানীয় সরকারমন্ত্রী মন্ত্রিসভায় বলেছেন, কিশোরগঞ্জ ঢাকা বিভাগেই থাকা উচিত বলে মনে করি। কিশোরগঞ্জ ঢাকা বিভগেই থাক।
তখন প্রধানমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, আগে ময়মনসিংহকে বিভাগ করার প্রস্তাব একনেকে পাস হোক, পরে দেখা যাবে।
মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন সাংবাদিকদের বলেন, কোন কোন জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ হবে তা চূড়ান্ত হবে নিকারে।
জীবন বৃত্তান্ত অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৫২ সালে ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন।
পারিবারিক ঐতিহ্যের সূত্র ধরে সৈয়দ আশরাফুল ইসলাম ছাত্রজীবনে রাজনীতিতে সক্রিয় হয়ে স্বাধীনতার পর তিনি বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহপ্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।
কিশোরগঞ্জ সদর আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদসদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফ।
এদিকে মুজিবুল হক চুন্নু ১৯৫৪ সালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জন্ম গ্রহণ করেন।
চুন্নুর জীবনবৃত্তান্ত অনুযায়ী, চতুর্থ ও পঞ্চম সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে তিনি নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫