কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার চরপাড়ায় ট্রাকের চাপায় শারমিন (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন জেলা সদরের গাইটাল ডুবাইল এলাকার জাহেদ মিয়ার মেয়ে। সে কিশোরগঞ্জের পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, বিকেলে চরপাড়ায় নানার বাড়ি থেকে বাড়ি ফিরছিল শারমিন। এসময় ট্রাকের চাপায় সে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫