পঞ্চগড়: পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় শাপলা আকতার (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের হেলিপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাপলা সদর উপজেলার ইউনিয়নের ডুডুমারী গ্রামের সাইদুল ইসলামের মেয়ে ও উপজেলার দেওয়ানহাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সাইদুল ইসলাম মেয়েকে নিয়ে বাইসাইকেলে পঞ্চগড় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের হেলিপোর্ট এলাকায় একটি ট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দিলে দু’জনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে শাপলার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাপলার মৃত্যু হয়। আহত বাবা সাইদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫