বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৭ আসামি ও দুই মাদক ব্যবসায়ীসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(২৭ জানুয়ারি) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- সাজাপ্রাপ্ত পালাতক আসামি পোর্টথানাধীন গাতিপাড়া গ্রামের আফসারের ছেলে বরকত আলী(২৮), ছোট আঁচড়া গ্রামের খোকনের ছেলে আলম(৩০), সাদিপুর গ্রামের মান্নানের ছেলে আলমগীর(৩২), ভবারবেড় গ্রামের রফিকুলের ছেলে ফয়সাল(২৮), আমড়াখালী গ্রামের আবেদ আলীর ছেলে আব্দুল মমিন(২৫) ও মিজানুর(৩০), আমজাদ মুনসির ছেলে শাহাজান(৩৫)।
একই সময় অভিযানে ১শ পিস ইয়াবাসহ আটক হয় গাজিপুর গ্রামের ইলিয়াজের ছেলে ইরশাদ(২৫) ও নামাজ গ্রামের আলী বক্সের ছেলে জামাল হোসেন(৩১)।
বেনাপোল পোর্ট থানার পুলিশের সহকারী উপপরিদর্শক মতিউর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ সাজাপ্রাপ্ত আসামি ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের যশোর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫