ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ট্রেনে হামলা, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বেনাপোলে ট্রেনে হামলা, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): খুলনা-বেনাপোল রুটে চলাচলকারী কমিউনিটি ট্রেন লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।



মঙ্গলবার (২৭) জানুয়ারি বেলা সাড়ে ১১টায় বেনাপোল-শার্শার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

এ সময় বিদ্যুৎ (২৫) নামে এক চোরচালানকারী যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বিদ্যুৎ ঝিকরগাছা রেলস্টেশন এলাকার ফারুক হোসেনের ছেলে।

যাত্রীরা জানায়, ট্রেনটি যাত্রী নিয়ে খুলনা থেকে ছেড়ে আসার পর সাড়ে ১১টার দিকে শার্শা-বেনাপোলের মাঝামাঝি পৌঁছালে ট্রেনের ছাদে হঠাৎ বিকট শব্দ হয়।

এ সময় ভারতগামী পাসপোর্ট যাত্রীসহ সাধারণ যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে ট্রেনটি বেনাপোল আসার পর নিরাপত্তা কর্মীরা হামলাকারীদের ধাওয়া করে এক জনকে আটক করে।

বেনাপোল রেলস্টেশন মাস্টার আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক যুবককে খুলনা রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

তবে আটক বিদ্যুৎ জানান, তিনি চোরাচালানের মাল কিনতে ট্রেনের ছাদে উঠে বেনাপোলে আসছিলেন। যারা হামলা করেছে পুলিশ তাদের আটক না করে ছাদ থেকে তাকে ধরে এনেছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।