টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাকুল্ল্যা এলাকায় প্রাইভেট কারের চাপায় আলামিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবকের নাম জানা যায়নি। তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুপুরে আলামিনসহ দু’জন মোটরসাইকেলে করে টাঙ্গাইল থেকে মির্জপুর যাচ্ছিলেন। পথে পাকুল্ল্যা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার মোটরসাইকেলটিকে চাপা দিলে আরোহীরা গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে আলামিন মারা যান।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫