ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
শেরপুরে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ২

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে সিমেন্টবোঝাই দু’টি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।   

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত ট্রাকের চালক টাঙ্গাইল এলাকার ফজলুল হক শেরপুর থানায় হাজির হয়ে মামলাটি দায়ের করেন।



মামলায় শাহবন্দেগী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, একই ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আরমান আলী (২৮) ও ভবানীপুর ইউনিয়নের ছোনকা দক্ষিণপাড়া এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে বাদশা মিয়াসহ (৫০) ৩৩ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা।

তিনি জানান, সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মদনপুর এলাকায় উল্লেখিত আসামিদের নেতৃত্বে সিমেন্টবোঝাই দু’টি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

মামলা দায়েরের পর যুবদল নেতা ও ইউপি সদস্য আরমান আলী ও বাদশা মিয়াকে  গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।