জাতীয় সংসদ ভবন থেকে: বেসরকারিভাবে বিদেশে কোনো কর্মী প্রেরণ করা হয় না বলে সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, রিক্রুটিং এজেন্সি সরকারের প্রতিনিধি হিসেবে বিদেশে কর্মী প্রেরণে সহায়তা করে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে ৭ম কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে ছবি বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্ন ৪২৫-এর জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য দেন।
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী সরকারের সরাসরি তত্ত্বাবধায়নে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, হংকং ও জর্ডানে কর্মী প্রেরণ করা হয়। এ পর্যন্ত মালয়েশিয়ায় ৭ হাজার, দক্ষিণ কোরিয়ায় ১১ হাজার ৬৭৭ জন, হংকং-এ ৮২৫ জন এবং জর্ডানে ৩২৯ জন কর্মী প্রেরণ করা হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর সফরকালে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রাথমিকভাবে ১ হাজার কর্মী নেওয়ায় সম্মতি প্রকাশ করেছে।
দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ অদক্ষ জনশক্তি রপ্তানির শীর্ষে কথাটি সঠিক নয়। বর্তমান সরকার অদক্ষ কর্মী বিদেশে প্রেরণের পরিবর্তে ক্রমান্বয়ে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রেরণের পদক্ষেপ নিয়েছে। তাছাড়া সারা বিশ্বে কর্মী গ্রহণকারী দেশ সমূহের কাছে দক্ষ কর্মীর কদর বেশি। তাদের মার্যাদা সম্পন্ন চাকরি পেতে সহজ হয়।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫