ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা ট্যাগের চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে চার্জশিটের সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
ঢাকা ট্যাগের চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে চার্জশিটের সিদ্ধান্ত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের সুলতানগঞ্জ এলাকায় ৪৬ শতাংশ জমির জাল দলিল তৈরি এবং ইসলামী ব্যাংকের ৮১ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ঢাকা ট্যাগ লিমিটেডের চেয়ারম্যান আবদুল্লাহ ওমরসহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কমিশনের নিয়মিত সভায় এ মামলার চার্জশিটের অনুমোদন দেওয়া হয়।

শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।
 
দুদকের তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় যাদের বিষয়ে চার্জশিটের সিদ্ধান্ত হয়েছে তারা হলেন, মেসার্স ঢাকা ট্যাগ লিমিটেডের চেয়ারম্যান আবদুল্লাহ ওমর, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রহমান ও সাবেক পরিচালক মো: ইলিয়াস এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের লোকাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে অবসরপ্রাপ্ত) সৈয়দ আবু নসর। আবদুল্লাহ ওমর ছাড়া অপর তিনজনের বিরুদ্ধে ২০১৩ সালের ২৭ জানুয়ারি দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন।

সূত্র জানায়, ১৯৮০ ও ১৯৮১ সালে ক্রয় সূত্রে চারটি দলিল মূলে সুরাইয়া আখতার মোহাম্মদপুর থানার সুলতানগঞ্জ এলাকায় ৪৬ শতাংশ জমির মালিক হন। তিনি ওই জমি ভোগদখল করে আসছেন। মেসার্স ঢাকা ট্যাগ লিমিটেডের চেয়ারম্যান আবদুল্লাহ ওমর, সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ও পরিচালক মোহাম্মদ ইলিয়াছ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের ওই শাখার সাবেক ব্যবস্থাপক সৈয়দ আবু নসরের যোগসাজশে সুরাইয়া আখতারের মালিকানাধীন ৪৬ শতাংশ জমির জাল দলিল তৈরি করেন। একইসঙ্গে ওই জাল দলিলের পাশাপাশি জনৈক মহিলাকে সুরাইয়া আখতার সাজিয়ে ইসলামী ব্যাংক থেকে সাড়ে চার কোটি টাকার ঋণ মঞ্জুর করেন। পরে ওই টাকা মেসার্স ঢাকা ট্যাগের অনুকূলে প্রদান করার উদ্যোগ নেওয়া হয়।

এভাবে আসামিরা জমির প্রকৃত মালিক সুরাইয়া আখতারের ৪৬ শতাংশ সম্পত্তি ইসলামী ব্যাংক বাংলাদেশে বন্ধক রেখে ১৯৯৫ সালে ৮১ লাখ টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।