ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কৃষি পণ্যবাহী পরিবহনকে অবরোধ মুক্ত রাখার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
কৃষি পণ্যবাহী পরিবহনকে অবরোধ মুক্ত রাখার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কৃষি পণ্যবাহী পরিবহনগুলোকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে কৃষক সমিতি, ক্ষেত মজুর সমিতি, সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্ট নামে তিনটি  সংগঠন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘কৃষি পণ্য ও কৃষি শ্রমিক পরিবহন ব্যবস্থা অবরোধ আওতামুক্ত কর, জ্বালাও পোড়াও সহিংসতা, মানুষ হত্যা বন্ধ কর’ শীর্ষক মানববন্ধনে সংগঠনগুলো এ  দাবি জানায়।



মানববন্ধনে বক্তারা বলেন, এ বছর কৃষকরা প্রচুর পরিমাণে শীতকালীন সবজি উৎপাদন করেছে। কিন্তু চলমান রাজনৈতিক সহিংসতার কারণে সেই পণ্য বাজারে আনতে পারছে না। উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পাওয়ায় কৃষকরা আজ দিশেহার‍া।

বক্তারা আরও বলেন, হরতাল-অবরোধের নামে সহিংস ঘটনার কারণে যে ট্রাক ৫ হাজার টাকায় ভাড়া করা যেতো সেটা এখন ১৫ হাজার টাকা ভাড়া দিতে হচ্ছে। তারপরও কৃষকরা বাজারে পণ্য নিয়ে আসতে পারছে না, কারণ দুর্বৃত্তরা রাস্তায় কৃষি পণ্যবাহী ট্রাকগুলোকে পুড়িয়ে দিচ্ছে।

এ পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
 
কৃষি পণ্যবাহী পরিবহনগুলোকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখা, কৃষকদের উৎপাদিত পণ্য সরকারিভাবে ক্রয় করে ঢাকার বাজারে বিক্রির জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা। মানববন্ধনে হরতাল-অবরোধ কর্মসূচি বন্ধের জন্যও ২০ দলীয় জোটের প্রতি আহবান জানানো হয়।

কৃষক সমিতির সভাপতি সাজ্জাদ জহির খান চন্দনের সভাপতিত্বে মানববন্ধেনে উপস্থিত ছিলেন, ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।