ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুলভ প্যাকেজে নিউজল্যান্ড ডেইরির নতুন পণ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সুলভ প্যাকেজে নিউজল্যান্ড ডেইরির নতুন পণ্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিউজিল্যান্ড ডেইরি নিয়ে এসেছে বেশ কয়েকটি নতুন পণ্য। আর মেলা উপলক্ষে পণ্যের প্রচারের স্বার্থে সেইসব পণ্যে সুলভ মূল্যের প্যাকেজ দেওয়া হচ্ছে।



ভোক্তা চাহিদার কথা বিবেচনা করে নিউজিল্যান্ড ডেইরি নিয়ে এসেছে ডুডলস স্টিক নুডলস ও পপার্স ব্র্যান্ডের ক্র্যাকার্স। দু’টি পণ্যেই দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। এসব তথ্য জানালেন কোম্পানির মার্চেন্ডাইজ ও প্যাভেলিয়ন ইনচার্জ মো. সাজেদুল।

তিনি আরও জানান, মেলা উপলক্ষে ছয়টি আকর্ষণীয় প্যাকেজে সাজানো হয়েছে এসব পণ্য। সাতটি পণ্যের ১শ’ ১৬ টাকার ট্রায়াল প্যাকেজ ১শ’ টাকায়, ২শ’ ৩১ টাকার ইকোনোমিক প্যাকেজ ২শ’ টাকায় ও চারটি পণ্যের ৩শ’ ৪১ টাকার স্ট্যান্ডার্ড প্যাকেজ পাওয়া যাচ্ছে ৩শ’ টাকায়।

মেগা প্যাকেজেও থাকছে ৭টি পণ্য। ৭শ’ ৭৭ টাকার মেগা প্যাকেজ ৭শ’ টাকায়, ৪শ’ ৬০ টাকার ফ্যামিলি পণ্যের প্যাকেজেও রয়েছে ৬০ টাকা ছাড়। এছাড়াও ৩শ’ ৮২ টাকার কিডস স্পেশাল প্যাকেজটি ৩শ’ ৫০ টাকায় পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

স্টল ইনচার্জ পণ্যের গুণগত মান উল্লেখ করে বলেন, নিউজিল্যান্ড ডেইরির রয়েছে উন্নত মানের ব্র্যান্ডের এক বিশাল বাস্কেট। ডিপ্লোমা, অ্যাংকর, রেডকাউ, ফার্মল্যান্ড দেশের মানুষের মন জয় করে আজ মানের দিক থেকে শীর্ষে অবস্থান করছে।

স্টলে নুডলস কিনতে আসা বিক্রম জানান, নিউজিল্যান্ড ব্র্যান্ডের রেডকাউ বরাবরই আমাদের পরিবারের সঙ্গী। একই ব্র্যান্ডের নুডলস বাজারের থেকে কম মূল্যে এখানেই পাওয়া যাচ্ছে। তাই ঘুরতে এসে দু’টি ১শ’ টাকার প্যাকেট কিনে ফেললাম।
 
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।