জাতীয় সংসদ ভবন থেকে: বিদেশে অবস্থানরত কর্মীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদান করা নিয়ে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এ চ্যালেঞ্জের কথা শিকার করে প্রাবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রবাসী শ্রমিকদের এমআরপি পাসপোর্ট প্রদান করা গুরুত্বপূর্ণ বিষয়।
নির্ধারিত এ সময়ের মধ্যে এমআরপি প্রদান করা কষ্টসাধ্য কাজ বলেও মনে করেন মন্ত্রী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ইশরাফিল আলমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আমরা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আশা করি নভেম্বরের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। মালয়েশিয়াতে কোনো সমস্যা নেই। আরব আমিরাত ও সৌদি আরবে অবস্থান করা কিছু শ্রমিকের এ সমস্যা রয়েছে। সৌদি আরবে ২২ লাখ, আরব আমিরাতে ১৫ লাখ শ্রমিক রয়েছে। এদের এমআরপি প্রদান করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
** বেসরকারিভাবে বিদেশে কর্মী প্রেরণ হয় না