ঢাকা: প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে আগামী ১১ মার্চ পুনর্নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আরফিন রুমির আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাত শুনানির পিছিয়ে এ দিন পুনর্নির্ধারণ করেন।
গত বছরের ৩০ এপ্রিল আরফিন রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা সিএমএম আদালতে মামলাটি দায়ের করেছিলেন।
এ মামলায় গত বছরের ১৮ মে আরফিন রুমিকে জামিন দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী।
২০০৮ সালের ১৭ এপ্রিল আরফিন রুমির সঙ্গে বিয়ে হয় লামিয়া ইসলাম অনন্যার। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর তাদের একমাত্র ছেলে সামস তাবরীজ আরিয়ানের জন্ম হয়।
অনন্যা মামলায় অভিযোগ করেন, দ্বিতীয় বিয়ের জন্য রুমি তার কিংবা সালিশি পরিষদের কোনো অনুমতি নেননি। আর প্রথম স্ত্রী কিংবা সালিশি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা ১৯৬১ সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশের ৬(৫)(বি) ধারার অপরাধ।
অনন্যা অভিযোগ করেন, ২০১২ সালে আমেরিকা প্রবাসী কামরুননেসাকে বিয়ে করেন রুমি। ওই বিয়ের কিছুদিন পরই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমেরিকায় পাড়ি জমান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫