খুলনা: খুলনায় দু’টি ওয়ান শ্যুটার গান ও ১৩ রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার রুহুল ফরাজী (২৫), হরিণটানা এলাকার রুহুল আমিন (২৬) ও ঝিনাইদহ জেলার মেহেদী মন্ডল (২৮)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মহানগরীর খানজাহান আলী থানাধীন পথেরবাজার চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (খালিশপুর জোন) শেখ জয়নুদ্দীন জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই তিন যুবকের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের অস্ত্রসহ খানজাহান আলী থানায় সোপর্দ এবং অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আন্দোলনের নামে নাশকতার জন্য এগুলো আনা হচ্ছিলো বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদশে সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫