ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজদিখানে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সিরাজদিখানে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১২

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোকানের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী উপজেলার রামানন্দ এ সংঘর্ষ হয়।



আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় মো. খোরশেদ (৪২), সানোয়ার হোসেন (৩১) ও নুরুল ইসলামকে (৪৫) ঢাকার মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া অপর আহত সোহেল মিয়া (৩০), মো. রুবেল (২৪) ও মো. সাহাবুদ্দিনকে (৪৫) স্থানীয় ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামানন্দ গ্রামে নিজ বাড়ির পাশে আজাহার বেপারী একটি দোচালা দোকানঘর নির্মাণ করছেন। সকালে প্রতিপক্ষ আবু তাহের মোল্লার লোকজন ওই দোকানের মালিকানা দাবি করে।

এ নিয়ে দুই পক্ষের তর্কবির্তকের একপর্যায়ে তাহের মোল্লার লোকজান দোকানটি ভাঙচুর করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে টেঁটাবিদ্ধ ও মারধরে উভয়পক্ষের ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।