ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জাল সনদ তৈরির দায়ে ৩ জনের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
জাল সনদ তৈরির দায়ে ৩ জনের কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): জাল সার্টিফিকেট তৈরির দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ আদেশ দেন।

 
 
এর আগে, দুপুরে উপজেলার ভুলতা তাঁত বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সাওঘাট এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৪), হোড়গাঁও এলাকার জাকির হোসেনের ছেলে অপু ভুইয়া (২০) ও আধুরিয়া এলাকার গোলজার হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৪)।  
 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর এএসপি আলেক উদ্দিন বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুরে ভুলতা এলাকার তাঁত বাজারের বিভিন্ন কম্পিউটার জাতীয় ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা।  
 
অভিযানকালে আজিজ কম্পিউটার, ডি কম্পিউটার ও সাদিকা কম্পিউটার নামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন জাল সার্টিফিকেট তৈরির বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেন, অপু ভুইয়া ও ইকবাল হোসেনকে আটক করা হয়।  
 
বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।