ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে চরের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সুন্দরগঞ্জে চরের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর জেগে ওঠা চরের জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় দু’টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়।



মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার কাপাশিয়া ইউনিয়নের মিন্টু’র চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মিন্টু’র চরের ৭শ বিঘা জমি দখল নিয়ে কাপাসিয়া গ্রামের মিন্টু মিয়ার সঙ্গে একই গ্রামের আবুল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ওই জমিতে ডাল, সরিষা, তিশি, কুমড়া, পিয়াজ, ভুট্টা ও আলুসহ বিভিন্ন সবজি চাষ করেন মিন্টু মিয়া।

দুপুর ২টার দিকে আবুল হোসনের নেতৃত্বে ২৫-৩০ জনের একদল লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে চরে রোপণকরা সবজিগুলো নষ্ট করতে থাকে।

এসময় মিন্টু মিয়ার লোকজন বাঁধা দিলে উভয়ের পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের   অন্তত ২০জন আহত হয়েছেন। পরে মিন্টু মিয়ার লোকজন প্রতিপক্ষের দু’টি বাড়িতে আগুন দেয়।

সংঘর্ষে আহতদের মধ্যে মিন্টু মিয়া, আবুল হোসেন, ফয়জার রহমান, বক্তার মিয়া, এমদাদুল হক, শহিদুল ইসলাম, আজিজুল হক, এনামুল মিয়া, সরুজ্জামান ও বাবলু মিয়ার নাম জানা গেছে। তাদের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

কাপাসিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মঞ্জু মিয়া বাংলানিউজকে জানান, মিন্টুর চরের জমি নিয়ে দফায় দফায় শালিস বৈঠক করা হলেও কোনো সুরাহ না হওয়ায় আজ এ ঘটনা ঘটেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।