রাঙামাটি: বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে রাঙামাটিতে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার বিকেলে র্যালি বের হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক বরুণ দেওয়ানসহ বিভিন্ন ক্রীড়াবিদ, খেলোয়াড় র্যালিতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫