ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু গোল্ডকাপ উপলক্ষে রাঙামাটিতে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বঙ্গবন্ধু গোল্ডকাপ উপলক্ষে রাঙামাটিতে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে রাঙামাটিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার বিকেলে র‌্যালি বের হয়।



রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পৌর মেয়র  সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক বরুণ দেওয়ানসহ বিভিন্ন ক্রীড়াবিদ, খেলোয়াড় র‌্যালিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।