ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আইনি বিরোধ নিষ্পত্তি বিষয়ে বিয়াকের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
আইনি বিরোধ নিষ্পত্তি বিষয়ে বিয়াকের প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আদালত সমূহে মামলার জট এবং জটিল আইনি পদ্ধতিকে পাশ কাটিয়ে বিরোধ নিষ্পত্তি ত্বরান্বিত করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ‍অনুষ্ঠিত হয়েছে। বিরোধ নিষ্পত্তি ত্বরান্বিত করতে সরকার ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

আদালতের পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ রেখে কয়েকটি আইনে গুরুত্বপূর্ণ সংশোধনীও আনা হয়েছে।

আইনি সংস্কারের সুফল পেতে হলে প্রয়োজন বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি বিষয়ে প্রশিক্ষিত পেশাজীবি। আর এ উদ্দেশ্যেই বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

বিয়াক’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিরোধ নিষ্পত্তি বিষয়ে প্রশিক্ষিত পেশাজীবী তৈরির লক্ষ্য অর্জনে  এটি একটি নতুন উদ্যোগ যা দেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় প্রশিক্ষিত জনবল সৃষ্টিতে সহায়ক হবে।

‘ওভারভিউ অ্যান্ড ড্রাফটিং অব অ্যান আরবিট্রেশন ক্লজ’ শীর্ষক প্রশিক্ষণ বিয়াক পরিচালিত আরবিট্রেশন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি গুচ্ছের প্রথম মডিউল। এ প্রশিক্ষণ কর্মসূচিতে আরবিট্রেশন বিষয় বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করা হয়।

আরবিট্রেশন ক্লজ প্রণয়নে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ সহায়ক হবে বলেও জানায় বিয়াক।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক এটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক ও ব্যারিস্টার নিলুফার মান্নান। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।