ঢাকা: সংস্থার কর্মদক্ষতা বাড়ানো, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করেছে অধীনস্ত পাঁচটি প্রতিষ্ঠান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে অধীনস্থ সংস্থাগুলোর প্রধানদের স্ব-স্ব সংস্থার দক্ষতা ব্যবস্থাপনা বিষয়ক পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষে সংস্থার চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষে সংস্থার চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন বোর্ডের পক্ষে বোর্ড চেয়ারম্যান ও হোটেল ইন্টারন্যাশনালের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক চুক্তিতে স্বাক্ষর করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী।
স্ব-স্ব সংস্থার কর্মদক্ষতা বাড়ানো, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং উন্নয়নসহ কর্মপরিবেশের সামগ্রিক উন্নতি করাই এ চুক্তির লক্ষ্য।
চুক্তি অনুযায়ী মন্ত্রণালয় সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করবে। এ লক্ষ্যে মাসিক ও ত্রৈমাসিক ভিত্তিতে মন্ত্রণালয়ে পারফরমেন্স ইনফরমেশন রিপোর্ট পেশ করবে সংস্থাগুলো।
এসময় পর্যটনমন্ত্রী মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, উন্নয়নের বাধা দূর করতে দরকার নির্বিঘœ ও গতিশীল প্রশাসন। ঔপনিবেশিক মানসিকতার বৃত্ত ভেঙ্গে একবিংশ শতাব্দীর উপযোগী প্রশাসন গড়ে তোলার মাধ্যমে উন্নয়নের প্রতিবন্ধকতা অতিক্রম করতে না পারলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে।
এজন্য তিনি জনবান্ধব ও যুগোপযোগী প্রশাসন গড়ে তোলার উপর জোর দেন।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫