ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে চাল রপ্তানি করবে বাংলাদেশ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
ভারতে চাল রপ্তানি করবে বাংলাদেশ

ঢাকা: ভারত চাইলে ৩০ হাজার মেট্রিক টন চাল রপ্তানি করবে বাংলাদেশ। এর আগে শ্রীলংকায় ২৫ হাজার মেট্রিক টন চাল রপ্তানি করেছে সরকার।



মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

নূর-ই-হাসনা লিলি চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, ভারতের নর্থ ইস্টার্ন জোন যদি চাল আমদানি করতে চায় তাহলে আমরা ভারতে ২০ থেকে ৩০ হাজার মেট্রিক টন চাল রপ্তানি করব।

খাদ্যমন্ত্রী সংসদকে আরও জানান, স্বাধীনতা উত্তরকালে প্রথম বারের মতো বংলাদেশ চাল রপ্তানি করেছে। প্রথম দেশ হিসেবে শ্রীলংকায় ২৫ হাজার মেট্রিক টন চাল রপ্তানি করা হয়। রপ্তানি করা প্রতি মেট্রিক টন চালের মূল্য সিএসআই পদ্ধতিতে ৪৫০ মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

** হাজী সেলিম হাইব্রিড গাড়ি চালান!
** চার বছর আগের পরিসংখ্যানে বেকার ২৬ লাখ

** বিএনপি-জামায়াত দেশ নিয়ে খেলছে

** এমআরপি না পেলে প্রবাসী শ্রমিকরা অবৈধ হবে
** বেসরকারিভাবে বিদেশে কর্মী প্রেরণ হয় না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।