ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে ফের টানা অবস্থানের ঘোষণা গণজাগরণ মঞ্চের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
শাহবাগে ফের টানা অবস্থানের ঘোষণা গণজাগরণ মঞ্চের ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশব্যাপী চলমান সন্ত্রাস-সহিংসতা ও নাশকতার প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে টানা অবস্থানের ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত 'সন্ত্রাসবিরোধী গণ অবস্থান ও সমাবেশ' থেকে তিনি এ ঘোষণা দেন।



এছাড়া শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে গণস্বক্ষর ও সমাবেশ এবং ৬ ফেব্রুয়ারি 'মুক্তির অভিযাত্রা' কর্মসূচিরও ঘোষণা দেন তিনি।

ইমরান বলেন, রাজনীতির নামে যারা সন্ত্রাস ও মানুষ হত্যা করছে তারা মানুষ নয়, অমানুষ। এ অমানুষদের প্রতিহত করতে দেশের শান্তিপ্রিয় সব মানুষকে এগিয়ে আসতে হবে।

এ সময় তিনি গণজাগরণ মঞ্চ ঘোষিত সব কর্মসূচি সফল করতে দেশবাসীসহ সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাত বলেন, বিএনপি গণতান্ত্রিকভাবে নয়, গায়ের জোরে ক্ষমতায় যেতে চায়। কিন্তু জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি কোনদিনও ক্ষমতায় যেতে পারবেনা বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য  দেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরী, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাংবাদিক আবু সাইদ খান, নারী নেত্রী খুশি কবির, অধ্যাপক মেজবাহ কামাল প্রমুখ।

সমাবেশ শেষে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন প্রতিবাদী গান।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।