ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৮ মোটরসাইকেল চালককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
ময়মনসিংহে ৮ মোটরসাইকেল চালককে জরিমানা

ময়মনসিংহ: লাইসেন্স না থাকায় ময়মনসিংহ শহরে ৮ মোটরসাইকেল চালককে ১ হাজার ৬’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের চরপাড়া মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ ও নাদিরা আক্তার পৃথকভাবে এ জরিমানা করেন।



বিভীষণ কান্তি দাশ জানান, লাইসেন্স না থাকা ও বিপজ্জনকভাবে মোটরসাইকেল চালানোর কারণে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় ৩ মোটরসাইকেল চালককে ৬’শ টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অপর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদিরা আক্তার একই এলাকায় ৫ মোটরসাইকেল চালককে আরো ১ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘন্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।