নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অতিরিক্ত মদ্যপানে দু’জনের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ্য হয়েছেন আরো ৫ জন।
মৃত দু’জন হলেন উপজেলার নানাখী পশ্চিমপাড়া এলাবার কাশেম আলীর ছেলে খোকন (৪০) ও আবুল হাশেমের ছেলে আনোয়ার (৪৫)।
জানা গেছে, নানাখী পশ্চিমপাড়া জামে মসজিদের কাছে একটি গ্যারেজে দীর্ঘদিন ধরে কয়েকজন নিয়মিত মদ্যপান করে আসছিলেন। সোমবার রাতে ওই গ্যারেজে খোকন, আনোয়ার, শফিকুল, হোসেন আলী, আব্দুর রব মিয়াসহ কয়েকজন মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে খোকন ও আনোয়ারের মৃত্যু হয়। এছাড়া গুরুতর অসুস্থ হয়ে শফিকুল ইসলাম, হোসেন আলী, আব্দুর রবসহ ৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা জানান, অতিরিক্ত মদপানে খোকন ও আনোয়ার নামে দুই জনের মৃত্যু হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মদ্যপানে দুই জনের মৃত্যুর ঘটনাটি তার জানা নেই।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫