ঢাকা: রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে এরশাদ আলী (৩২) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে।
তার প্রতিবেশী ফাহাদ জানান, ঠাটারিবাজারের আনোয়ার অটোপার্সের মালিক এরশাদ আলী দোকান বন্ধ করে লালমাটিয়ায় তার বাসায় ফেরার পথে ককটেল বিস্ফোরণে আহত হন। ককটেল বিস্ফোরণে তার দু’পা হাঁটুর নিচ থেকে পুড়ে যায়। উদ্ধার করার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৫