সাতক্ষীরা: সাতক্ষীরায় একটি ওয়ান শ্যুটার গানসহ মন্টু হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ভাড়ুখালি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে, র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রের ক্রেতা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫