রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারু মিয়া (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ আদেশ দেন।
তারু মিয়া উপজেলার গোলাকান্দাইল এলাকার বাসিন্দা।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, তারু মিয়া দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় গোলাকান্দাইল এলাকা থেকে ৬০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
তাৎক্ষনিক তারুমিয়াকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫