ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের আরাজী ঝাড়গাঁও গ্রামের অজোপাড়ায় শুরু হলো ‘একতা’ নামে একটি প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম।
অটিস্টিক শিশুদের আর নয় অবহেলা, সবার মাঝে করবে পড়া লেখা- এ স্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধী শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াতে এ কেন্দ্র পথচলা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের ৩৫ জন বাক-শ্রবণ ও শারিরীক প্রতিবন্ধী নিয়ে শুরু হওয়া এ কেন্দ্রটির উদ্বোধন করেন সদর উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী।
এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা কলিম উদ্দিন, একতা প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম, ইউসুফ আলী, আব্দুস সামাদ, মামুন অর রশিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫