মানিকগঞ্জ: মানিকগঞ্জে মারপিট, টাকা পয়সা ছিনিয়ে নেওয়া, চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সাজাহান(৪০) নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত-৪ এর বিচারক আজাদুর রহমান শেখ।
মামলার বিবরণে জানা যায়, ২৩ জানুয়ারি মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভার আল আমিন সরকারি কাজে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে তিনি শহরের বেউথা খেয়া ঘাট এলাকায় পৌঁছলে মানিকগঞ্জ ট্রাফিক কনস্টেবল সাজাহান(কংনং-১৩৭) তার মোটরসাইকেল থামানোর সংকেত দেন।
মোটরসাইকেল থামাতে বিলম্বের কারণে আলামিনকে মারপিট করে টাকা পয়সা ছিনিয়ে নেয় ওই কনস্টেবল। আল আমিন এসময় নিজেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারী পরিচয় দিলে তিনি আরো ক্ষিপ্ত হয়ে যান। এ সময় উচ্চস্বরে আদালতের বিচারককে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করেন।
এছাড়াও আল আমিনের হাতে থাকা সরকারি দাপ্তরিক কাগজপত্র, মোটরসাইকেলের কাগজপত্র ছিঁড়ে ফেলেন।
সেই সঙ্গে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। দাবি পূরণ না করলে তাকেসহ তার পরিবারের লোকদের বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রসেস সার্ভার আল আমিন মঙ্গলবার আদালতে অভিযোগ দায়ের করেন।
বিজ্ঞ বিচারক অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত আসামি পুলিশ কনস্টেবল সাজাহানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২২ মার্চের মধ্যে তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫