মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে সাত গ্রাম হেরোইনসহ শহিদুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি দল তাকে আটক করে।
আটক শহিদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের আব্দুস সামাদের ছেলে।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি নুরুজ্জামান বাংলানিউজকে জানান, আটক শহিদুল ইসলাম শীর্ষ হেরোইন বিক্রেতা। তাকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫