ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে আম বাগানে কিশোরের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
রাজশাহীতে আম বাগানে কিশোরের লাশ উদ্ধার ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার নওপাড়া গ্রামে আম বাগানের মধ্য থেকে মারুফ হোসেন (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, মারুফের বাবার নাম মকসেদ আলী। ময়নাতদন্তের জন্য দুপুরে তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে উপজেলার নওপাড়া গ্রামের একটি আম বাগানে মারুফের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মারুফ স্থানীয় বাজারে চা পান করতে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরেনি। পরে শুক্রবার সকালে আম বাগানের মধ্যে তার লাশ দেখতে পায় গ্রামের লোকজন। কে, কারা, কেন, কিভাবে তাকে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয় বলে জানান তিনি।

তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এরআগ পর্যন্ত ফারুকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানান পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান।

এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫


   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।