কক্সবাজার: বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খোদাই বাড়ি এলাকায় মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার হওয়া ৭ জনের মৃতদেহ শনিবার সকাল ৯টার দিকে কক্সবাজার পৌছাঁবে।
মৃতদেহের সুরতাহাল প্রতিবেদন তৈরি করে শনিবার ভোর ৫টার দিকে পুলিশ ট্রলারে কুতুবদিয়া থেকে রওয়ানা দেওয়া হবে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে মৃতদেহ পৌঁছে যাবে বলে আশা করছে পুলিশ। ময়নাতদন্ত শেষে সেখান থেকে মৃতদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুতুবদিয়া চ্যানেলের খোদাইবাড়ি পয়েন্টে দেড়শ’ যাত্রী নিয়ে এফভি ইদ্রিস নামে ওই ট্রলারটি ডুবে যায়। সন্ধ্যা নাগাদ ডুবে যাওয়া ট্রলারসহ ৪২ জনকে উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারের কেবিন থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
** নিখোঁজদের খোঁজে রাতেও উদ্ধার অভিযান
** পুলিশের কাছে মরদেহ হস্তান্তর
** মৃতদেহ নেওয়া হচ্ছে কুতুবদিয়ায়
** সাত মরদেহ উদ্ধার, উদ্ধার অভিযানে চার জাহাজ