ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন  আরও একজন।



শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অলিউদ্দিন (৩৭), তার মেয়ে সুমাইয়া (০৭) ও অটোরিকশা চালক সামছুল হক (৩৫)।

নিহতদের মধ্যে অলিউদ্দিন ফতুল্লার গিরিধারা এলাকার খোকনের বাড়ির ভাড়াটিয়া। তিনি ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করতেন। নিহত সুমাইয়া গিরিধারা এলাকার প্রগ্রেসিভ কিন্ডারগার্টেনের কেজি-টু শ্রেণির ছাত্রী। রিকশাচালক সামছুল হক নেত্রকোনা জেলার পঞ্চাননপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানার এস আই স্বপন কুমার দাস জানান, ফতুল্লার ভূইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে রাস্তায় মোড় নেওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটো রিকশাকে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে শিশুসহ চারজন গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে সুমাইয়া ও অটো রিকশা চালকের মৃত্যু হয়।

আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অলিউদ্দিনের মৃত্যু হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।