মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় অজ্ঞাত-পরিচয় (১৯) এক আদিবাসী তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডিমাই এলাকার গন্ধাই পুঞ্জি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিকেলে গন্ধাই পুঞ্জির পাশে অজ্ঞাত এক তরুণীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫