ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পুলিশ সুপারের সঙ্গে যানবাহন মালিক-শ্রমিকদের সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
বগুড়ায় পুলিশ সুপারের সঙ্গে যানবাহন মালিক-শ্রমিকদের সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: নিরাপদে যানবাহন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে জেলার বাস, ট্রাক ও সিএনজি অটোরিকশার মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনষ্ঠিত হয়।



পুলিশ সুপারের সভাপতিত্বে আলোচনা সভায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আব্দুল ওয়ারীশ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আরিফুর রহমান মণ্ডল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায়, সহকারী পুলিশ সুপার (সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. গাজিউর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার, গোয়েণ্দা (ডিবি) পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক বিকর্ণ কুমার চৌধুর, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মণ্ডল, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, মোটর মালিক নেতা আমিনুল ইসলাম, মো. সামছুদ্দিন শেখ হেলাল, মো. আলহাজ্জ শেখসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

সভায় উপস্থিত সবাই ঢাকাগামী বাস রাতের পরিবর্তে দিনের বেলা বেশি করে চালানোর পক্ষে মত দেন। এছাড়াও হাইওয়ের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানসহ বাসস্ট্যান্ড ও বাইপাস মোড়ে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও মালিক-শ্রমিকদের নিজস্ব লোক দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলার উপর দিয়ে যাতায়াতকারী সব ধরনের যানবাহনের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।