সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার হাট-কান্দাপাড়া থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি)) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জেলার উল্লাপাড়া উপজেলার ঘোষগাতী গ্রামের আব্দুস সালামের ছেলে সনি আহম্মেদ (২৮) ও একই গ্রামের রণজিৎ চন্দ্র ঘোষের ছেলে শ্রী কৃষ্ণ কুমার (২৫)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হাট-কান্দাপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করে পুলিশ।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫