ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩৫ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
বরিশালে ৩৫ মণ জাটকা জব্দ

বরিশাল: বরিশালের সাহেবেরহাট ও কালিগঞ্জ লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা (ছোট ইলিশ) জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে জাটকাগুলো জব্দ করা হয়।



কোস্টগার্ড সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন বরিশাল সিজি স্টেশনের অপারেশন দল সাহেবেরহাটে অভিযান চালিয়ে প্রায় ১৫ মণ জাটকা জব্দ করে।

পরে কালিগঞ্জ সিজি আউটপোস্টের আরেকটি অপারেশন দল কালিগঞ্জের লঞ্চঘাটে অভিযান চালায়। এসময় ঢাকাগামী লঞ্চ ফারহান-৬ থেকে আরো প্রায় ২০ মণ জাটকা জব্দ করা হয়।

জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, জাটকাগুলো শনিবার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫




   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।