ঢাকা: হরতাল ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষ করে ফিরে গেছে বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার মধ্যেও অবরোধ ও হরতাল কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় শনিবার সকালে তারা খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ে আসে।
সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশত শিক্ষার্থী খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ৮৬ নম্বর সড়কে প্ল্যাকার্ড হাতে অবস্থায় নেন।
শিক্ষার্থী নীলমনি, সামিনা, মনিকা, আসিফা প্রমুখের হাতের প্ল্যাকার্ডে দেখা যায় ‘আমাদের বোমা মেরনা’, ‘আমাদের পেট্রোল বোমা মেরনা’, ‘এসএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা কর’, ‘আমরা স্কুলে যেতে চাই, আমাদের পথ নিরাপদ কর’, ‘আমাদের শিক্ষার পরিবেশ নষ্ট কর না’ ইত্যাদি স্লোগান।
ঘটনাস্থলে উপস্থিত স্কুল গভর্নিং বোর্ড সভাপতি মুজিবুর রহমান বলেন, টানা হরতাল ও অবরোধে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তারওপর সোমবার থেকে এসএসসি পরীক্ষা। এতে পরীক্ষার্থীরা উদ্বিগ্ন। তাই খালেদা জিয়াকে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও হরতাল প্রত্যাহারের অনুরোধ জানাতে এসেছি।
প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, বছরের একটি মাস অতিবাহিত হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা আতঙ্কে ঘর থেকে বের হতে পারছে না। বের হলেই শিক্ষক-শিক্ষার্থীরা আহত হচ্ছে। আমরা সহিংস পরিবেশ পরিহারের আহবান জানাতে এসেছি।
এমন পরিস্থিতিতে খালেদার কার্যালয় এলাকায় সতর্ক অবস্থান নেয় পুলিশ।
গুলশান জোনের পেট্রোল ইনসপেক্টর আমজাদ হোসেন বাংলানিউজকে তখন বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি।
তবে আধা ঘণ্টা অবস্থানের পর ঘেরাওকারীরা চলে যায়।
এদিকে এসএসসি পরীক্ষাকে সামনে রেখে অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবিতে খালেদা জিয়াকে স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীদের অভিভাবকরা।
শনিবার বেলা ১২টার দিকে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের স্ত্রী মাহফুজা খানমের নেতৃত্বে অভিভাবকরা এই স্মারকলিপি দেন।
** খালেদার কার্যালয় ঘেরাও করেছে এসএসসি পরীক্ষার্থীরা
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫