ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিপিএ অফিস করতে স্পিকারের ঢাকা ত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
সিপিএ অফিস করতে স্পিকারের ঢাকা ত্যাগ শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসনের দাপ্তরিক কাজ করতে দশম জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ঢাকা ত্যাগ করেছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।



স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
 
সফরকালে শিরীন শারমিন চৌধুরী ৩১ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত লন্ডনের সিপিএ সদরদপ্তরে চেয়ারপারসনের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

এছাড়া ০৪-০৬ ফেব্রুয়ারি লন্ডনের হাউজ অব পার্লামেন্টে অনুষ্ঠেয় ‘হিউম্যান রাইটস ইন দি মর্ডান ডে কমনওয়েলথ: ম্যাগনা কার্টা টু কমনওয়েলথ সেন্টার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন এবং ০৬-০৮  ফেব্রুয়ারি তারিখে জিব্রাল্টারে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ব্রিটিশ আইল্যান্ড মেডিটেরানিয়ান রিজিওন (বিআইএমআর ) কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ানস (সিডব্লিউপি)  কনফারেন্সে যোগ দেবেন।
 
স্পিকারের এ সফরে সহকারী হিসেবে রয়েছেন তার একান্ত সচিব-১ সুয়ে মেন জো এবং সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক। সফর শেষে আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে শিরীন ‍শারমিন চৌধুরীর।
 
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।