ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘হাতজোড় করে বলি সহিংসতা বন্ধ করুন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
‘হাতজোড় করে বলি সহিংসতা বন্ধ করুন’ ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হাতজোড় করে করজোড়ে মিনতি করে সহিংসতা বন্ধের আহবান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে ‘শান্তির জন্য পদযাত্রা’ কর্মসূচি শেষে তিনি এ আহবান জানান।



মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, হাতজোড় করে মিনতি করে বলছি, আপনারা সহিংসতা বন্ধ করুন। আপনাদের গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হোক। সকল রাজনীতিবিদের প্রতি অনুরোধ, আপনারা পরম সহিষ্ণুতার পরিচয় দেবেন। গণতান্ত্রিক মূল্যবোধ দেখাবেন।

সহিংসতা বন্ধের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, তা উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তায় বৈধ পন্থায় শক্তি প্রয়োগ করুন। মানবাধিকার লঙ্ঘিত হয়, এমনভাবে শক্তি প্রয়োগ করবেন না।

তিনি বলেন, আইনের মধ্যে থেকে বৈধ পন্থায় শক্তি প্রয়োগ করুন। সমানুপাতিকভাবে শক্তি প্রয়োগ করুন, যেন আইনের দৃষ্টিতে বেআইনি না হয়।

সহিংস আন্দোলনকারীদের উদ্দেশে মিজানুর রহমান বলেন, সাধারণ মানুষকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়ে গণতান্ত্রিক আন্দোলন হয় না। এভাবে গণতন্ত্র অর্জন সম্ভব নয়। শুভ বুদ্ধি, শুভ কৌশলের মাধ্যমে শুভ বিষয় অর্জন করতে হবে। এই উন্মাদনা, পাশবিকতা বন্ধ করতে হবে।

যারা উস্কে দিয়েছেন তাদের দায়-দায়িত্ব নিয়ে এসব বন্ধ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রায় ১৫ লাখ পরীক্ষার্থীর জীবন অনিশ্চয়তার মুখে চলে গেছে উল্লেখ করে ড. মিজানুর রহমান বলেন, আপনারা যদি জনগণের জন্য রাজনীতি করেন, তবে এসব কর্মসূচি প্রত্যাহার করুন। শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করবেন না।

কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সদস্য প্রফেসর মাহফুজা খানম, কাজী রিয়াজুল হক।

পদযাত্রাটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। জাতীয় মানবাধিকার কমিশন ছাড়াও পদযাত্রায় বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।