ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দেশে নাশকতার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
দেশে নাশকতার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ‘পুড়ছে মানুষ, পুড়ছে দেশ, জেগে ওঠো বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে খুলনায় নাশকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর সার্কিট হাউজের সামনে থেকে বাংলাদেশ বেতার খুলনা পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 
 
জনতার ঐক্য নামে একটি সংগঠনের আয়োজনে ও খুলনা প্রেস ক্লাবের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়ের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু।

এ সময় বক্তৃতা করেন- খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান এমপি, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ লিয়াকত আলী, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ।

এতে খুলনা সাংবাদিক ইউনিয়ন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সংগঠন, পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জনগণ সব ক্ষমতার উৎস। কিন্তু চলমান হরতাল-অবরোধে সেই জনগণই আজ অসহায় হয়ে পেট্রোল বোমায় পুড়ছেন, চলন্ত ট্রেন ও গাড়িতে অগ্নিদগ্ধ হচ্ছেন। রাজনীতির কেউই আজ জনগণের নিরাপত্তা দিতে পারছেন না। সব শ্রেণির পেশাজীবী মানুষ আজ ক্ষতিগ্রস্ত।

বক্তারা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার আগে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে সাংস্কৃতিক শিল্পীরা সহিংসতাবিরোধী বিভিন্ন প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময় :  ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।