যশোর: যশোর সেনানিবাসের গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে টেকনো এইচভিএসি (হিটিং ভেনটিলেশন এয়ার কন্ডিশন) সিস্টেম লিমিটেড গল্ফ টুর্নামেন্ট-২০১৫।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন- সেনাবাহিনীর যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।
এসময় টেকনো এইচভিএসি (হিটিং ভেনটিলেশন এয়ার কন্ডিশন) সিস্টেম লিমিটেডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মহিদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ৬৯ জন গল্ফার অংশ নেন।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন-যশোর গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।
এসময় টেকনো এইচভিএসি সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহিদ মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও গল্ফ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫