মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মজির উদ্দিন (৫০) নামে এক আওয়ামী লীগ সমর্থককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আওয়ামী লীগ সমর্থক মজির উদ্দিন উপজেলার উত্তর শাহাবাজাপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য। তার বাড়ি ওই একই এলাকায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫