ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভূমিষ্ঠ এক নবজাতককে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। দিয়েছিলেন ডেথ সার্টিফিকেট।
কিন্তু গোসাল করাতে গিয়েই সবার চক্ষু চড়কগাছ! নড়ে উঠেছে মৃতঘোষিত নবজাতক।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিস্ময়কর এ ঘটনা ঘটে রাজধানীর আজিমপুর কবরস্থানে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিষ্ঠ হয় শিশুটি। এরপর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
কবরস্থানে নড়ে ওঠায় শিশুটিকে ফের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আজিমপুর কবরস্থানের এক অফিস সহকারী বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, শিশুটি জীবিত আছে টের পাওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা-মা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। তবে শিশুটিকে মৃত সন্দেহেই এখানে নিয়ে আসা হয়েছিলো। তার ডেড সার্টিফিকেট নম্বর ৬৩৭০/১৮০।
নবজাতকের মা সুলতানা আক্তার এবং পিতা জাহাঙ্গীর আলম ঢাকার কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকার বাসিন্দা। শুক্রবার রাত ১০ টায় সুলতানা আক্তার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন।
এ ব্যাপারে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মেডিকেলের নবজাতক ওয়ার্ডে আছি, তদন্ত করে দেখা হচ্ছে কী ঘটেছিলো।
** ঢামেকে জীবিত শিশুর ডেথ সার্টিফিকেট, তদন্ত কমিটি গঠন
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫