ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে এবার স্বর্ণসহ সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
শাহজালালে এবার স্বর্ণসহ সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তা আটক প্রতীকী

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ৪ কেজি ২শ’ গ্রাম স্বর্ণসহ হাফিজুর রহমান নামে সিভিল অ্যাভিয়েশনের বোর্ডিং ব্রিজ অপারেটরকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।  

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়।



কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বাংলানিউজকে বলেন, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে স্বর্ণ আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সতর্ক অবস্থান নেন কাস্টমস কর্তৃপক্ষ।

ফ্লাইটটি শাহজালালে নামার পর সিভিল অ্যাভিয়েশনের বোর্ডিং ব্রিজ অপারেটর হাফিজুর রহমানকে সন্দেহ হয়। এ সময় তার দেহ তল্লাশি করে স্বর্ণের চারটি বার পাওয়া যায়।

এ ঘটনায় হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ফরিদ আল মামুন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।