ঢাকা: হরতাল-অবরোধ প্রত্যাহার করে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরী।
শনিবার (জানুয়ারি ৩১) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, পরীক্ষার্থীরা রাজনীতি বোঝে না। তারা দু’দলের ক্ষমতার দ্বন্দ্বের ‘বলির পাঠা’ হতে পারে না। তাদের মেধাকে বিকশিত হতে দিন। হরতাল-অবরোধ প্রত্যাহার করে সময়মতো ও নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সুযোগ দিন।
ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরীর সভাপতি সৈয়দ আবু সায়ীদ শাফিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট ঢাকা মহানগরীর সভাপতি খাজা আরিফুর রহমান তাহেরী, মহাসচিব জাহাঙ্গীর আলম রিজভী, ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক এমএম নাঈম উদ্দীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫