ঢাকা: ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্থাপন করা হয়েছে প্রতীকী সুন্দরবন ইকো পার্ক। মেলার দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিতেই এ ব্যবস্থা।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বাণিজ্য মেলায় সুন্দরবন ইকো পার্ক ঘুরে দেখা গেছে, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন বয়সের মানুষ এ পার্কের সামনে ভিড় করছেন।
কলেজ ছাত্রী ইসরাত আহমেদ বলেন, হরতাল-অবরোধের কারণে মেলায় প্রথম থেকে আসতে পারিনি। মেলা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু হরতাল-অবরোধ শেষ হচ্ছে না। তাই ভয় উপেক্ষা করেই কয়েক বান্ধবী মিলে সকাল সকাল মেলায় চলে এসেছি।
মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেছি, আরও দেখবো। তবে সুন্দরবন দেখতে খুব মজা লাগছে। মেলায় এসে সবচেয়ে আনন্দ পেয়েছি এ ইকো পার্কটি দেখে- বলেন ইসরাত।
কলেজ ছাত্রী অর্পণা বলেন, কেনাকাটাতো রাজধানীর যেকোনো মার্কেট, শপিংমলে গিয়েই করা সম্ভব। কিন্তু এমন সুন্দরবনের আদলতো আর ঢাকায় সব জায়গায় গিয়ে দেখা যাবে না। রাজধানীতে যে পার্কগুলো আছে, ভালো পরিবেশও নেই ঘুরে দেখার মতো। মেলায় পার্কটি দেখে তাই বেশ ভালো লাগছে।
দেশের বন ও নদীগুলো ধবংস হয়ে যাচ্ছে মন্তব্য করে কলেজ ছাত্রী দিলরুবা বলেন, কয়েক বছর পর এসব ইকো পার্ক দেখেই আনন্দ উপভোগ করতে হবে।
কর্তৃপক্ষ দর্শনার্থীদের কথা মাথায় রেখেই এ ইকো পার্কটি তৈরি করেছেন। বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীরাও এখানে ভিড় করছেন।
এ ইকোপার্কে শোভা পাচ্ছে বাঘ, হরিণ, সাপ, বানর, কুমির, বক, দোয়েল, টিয়া পাখির ভাস্কর্য। এছাড়া সত্যিকার রাজহাঁস, পাতিহাঁস, ভূতুম পেঁচাও রয়েছে। আছে বিভিন্ন ধরনের গাছও। বনের ভেতর দিয়ে রয়েছে কৃত্রিম একটি নদী।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-সচিব মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, সুন্দরবন ইকো পার্কটি দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন দর্শনার্থীরা।
** সকাল থেকেই জমজমাট বাণিজ্য মেলা
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৫