ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সরকারি কলেজে পিঠা-পুলিতে প্রাণের উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
সাতক্ষীরা সরকারি কলেজে পিঠা-পুলিতে প্রাণের উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: নকশী, রস মাধুরী, চিতই, চন্দ্রপুলি, পাটিশাপটা, দুধপুলি, দুধ চিতই, মালপো, শামুক, ফেইসবুক, ডোনাট, কাজা পিঠাসহ অন্তত দেড়’শ প্রকার পিঠাতে সেজেছে মৌচাক, নেমন্তন্ন, পিঠা ঘর, ফোড়নসহ অন্যান্য স্টলগুলো।

শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীদের প্রাণের উল্লাসে মেতে উঠেছে গোটা ক্যাম্পাস।

এ যেন আবহমান বাঙালির প্রাণের উৎসব।

শনিবার সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাস এভাবেই মেতে উঠেছিল লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা উৎসব-২০১৫ ঘিরে।

পিঠা উৎসবে গোটা ক্যাম্পাসে হৈ-হুল্লোড় পড়ে যায়। সবাই ব্যস্ত পিঠা-পুলি দিয়ে প্রিয়জনকে আপ্যায়ন করতে।

উৎসবে স্থান পায় ২০টি পিঠার স্টল। প্রত্যেক স্টলই যেন পিঠার কারখানা। কোথাও ১০০ প্রকার, কোথাও তার চেয়ে বেশি পিঠার সমাগম ঘটেছে। অপরদিকে মঞ্চে চলছে বাঙালির ঐতিহ্যবাহী লোকজ সংগীত। সবমিলিয়ে প্রাণের উল্লাসে মেতে উঠে শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ আয়োজিত পিঠা উৎসব ২০১৫ এর উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুল আহসান, সাতক্ষীরা পৌর মেয়র এমএ জলিল, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।