ঢাকা: পরিবহন খাতকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের ব্যাংক সুদ মওকুফ, শ্রমিদের ক্ষতিপূরণেরও দাবি জানান তারা।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গাড়ি জ্বালাও-পোড়াও এবং পরিবহন শ্রমিক হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, চলমান সহিংসতায় এখন পর্যন্ত ১৫ জন নিরীহ শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছে অসংখ্য শ্রমিক। শত শত বাস-ট্রাক জ্বালিয়ে দেওয়া হচ্ছে। পুড়িয়ে মারা হচ্ছে যাত্রীদের। ৫ জানুয়ারি দশম জাতীয় সদস্য নির্বচনের আগেও পরিবহন শ্রমিকরা সহিংসতার শিকার হয়েছিলেন।
পরিবহন খাতে নাশকতা বন্ধ করা না হলে অবরোধকারীদের বাড়ি ঘেরাওয়ের হুমকি দেন তিনি।
মনববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ওসমান আলী, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদেরী গামা, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য মোখলেছুর রহমান, তাজুল ইসলাম, ইসমাইল হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫