ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
মির্জাপুরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার একটি বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. নুর আলম সিদ্দিকী (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে তাকে আটক করা হয়।

তিনি রাজশাহীর বাঘা উপজেলার তেতুলিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফকরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশের একটি দল রাতে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলরত বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল। এসময় পাবনা এক্সপ্রেস নামে একটি বাসের যাত্রী নুর আলমের কাছে পিস্তল ও গুলি পাওয়ায় তাকে আটক করা হয়।
 
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম স্বীকার করেছেন যে তিনি পেশায় একজন অস্ত্র ব্যবসায়ী।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।